আইয়ুব আলী,হোমনা
‘জন্ম ও মৃত্য নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে পৌর মেয়র এডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জসীম উদ্দিন সওদাগর ও তাইজুল ইসলাম মোল্লা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।