আইয়ুব আলী: হোমনা
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমী) ইউছুফ হাসান, পৌর মেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, ওসি জয়নাল আবেদীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার ও পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ও মোশাররফ হোসেন প্রমুখ।