কুমিল্লার হোমনায় দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় ও ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ । উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকেলে হোমনা শিল্পকলা একাডেমি মাঠে এ গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। আওয়ামী লীগ নেতা এ্যাড. সেলিম সরকার ও যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহআলম খন্দকার, ফজলুল হক মোল্লা, মাহবুব খন্দকার,বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও আবুল কাশেম প্রধান,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, এমপি মহোদয়ের জামাতা ব্যারিস্টার জাকির হোসেন , মেয়ে ফারহানা পপি, জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার প্রমুখ।