কুমিল্লার হোমনায় শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোমনা থানার আয়োজনে বৃহস্পতিবার থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা। থানার এসআই টিবলু মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়,সাধারণ সম্পাদক রতন পোদ্দার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হোমনা শাখার সাধারণ সম্পাদক রাজিব চৌধুরীর,ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা,সাদেক সরকার ও মোজাম্মেল হক,উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ।