আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় দিন ব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রানিসম্পদ বিভাগের উপ-পরিচালক (প্রজনন) আবুল কালাম আজাদ,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,জাতীয় চিরিয়াখানার কিউরেটর ডা. মজিবুর রহমান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন,আওয়ামীলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগ সভাপতি মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূইয়া, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার,সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ ও খামারি আনোয়ার হোসেন প্রমুখ। জানা গেছে,প্রানিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু,ছাগল,হাস,উন্নত জাতের বিড়াল, ঘোড়া, মহিষ,মুরগি ও ওষুধের স্টলহ মোট ৪০ টি স্টল প্রদর্শন করা হয়।