হোমনা কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া চারকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমির নতুন ভবন ও আমতলী বাজার সেতুর ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও আসাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান শিব্বির আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, দুলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর, আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ।