আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন -৩ জন। আজ শনিবার ১২ টার দিকে উপজেলার হোমনা- গৌরিপুর সিনাইরোডে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন নিলখী গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল কালাম (১৯) এবং আহতরা হলেন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জাহানারা বেগম (৫০),হোমনা উপজেলার নিলখী গ্রামের মনির হোসেন (৩০) ও অন্তর ১৮। থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে,নিহত বাইক চালক আবুল কালাম দুই জন নিয়ে ঘুরতে বের হয়। উপজেলার সিনাই থেকে পঞ্চবটি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে পথচারী মহিলাসহ ৪ জন মারাত্মক আহত হয়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে আসলে কর্বত্যরত চিকিৎসক বাইক চালক কালামকে মৃত ঘোষণা করেন এবং আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এদের মধ্যে পথচারী মহিলা জাহানারা বেগম আশঙ্কাজনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুস সালাম সিকদার বলেন,চালক কালাম ঘটনাস্থলে মারা গেছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। হোমনা থানার এসআই তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।