কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে হোমনা সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ওসি জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা , বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক মো. হুমায়ুন কবির ও ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।