কুমিল্লার হোমনায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি শেষে শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন, শিক্ষার্থী কে এম ফারশাদ রিজওয়ান ও সাবিকুন নাহার প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।