কুমিল্লার হোমনায় দ্বাদশ সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের নির্বাচনি জনসভায় অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় অধ্যক্ষ আবদুল মজিদ বলেন- সরকার সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট প্রয়োগের সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমাদেরকে কি আওয়মী লীগ থেকে বহিষ্কার করেছে? করে নাই। আমরা আওয়ামী লীগেরই আছি।
প্রধানমন্ত্রী আমাদের নিরপেক্ষভাবে জয়ী হয়ে আসার সুযোগ করে দিয়েছেন। আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই আমি নির্বাচন করছি। যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, হোমনা- মেঘনা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নিতি দূর করবো। সরকারের উন্নয়েনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও হোমনা ও মেঘনার উন্নয়নে ভূমিকা রাখবো। অন্য প্রার্থীর সঙ্গে যারা এখনও রয়ে গেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে এসে পড়েন; নইলে সময় চলে গেলে এসেও আর লাভ হবে না।
যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু ও জসীম উদ্দিন লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব অ্যাড. আলী আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহ আলম খন্দকার,খন্দকার মাহবুব,ফজলুল হক মোল্লা, ব্যারিস্টার জাকির হোসেন, রুমিন ফারহানা হ্যাপী, মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান,অ্যাড. মো. সেলিম সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ ও মেজবাহ উদ্দিন সরকার মুখ।