আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় ৫০০’শ পিছ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ আরিফ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে চান্দিনা পৌরসভার বারিরচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোমনা কোম্পানিগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীকে বুধবার কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে ।