কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা পপি লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মুহসীন মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি)ইউসুফ হাসান।সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার,কলেজের প্রভাষক একে এম শাহীন, অভিভাবক মো.আশিকুর রহমান, শিক্ষার্থী ফৌজিয়া মেহজাবিন, আখিনুর আক্তার, নবীন শিক্ষার্থী সামিয়া আক্তার,তামিমা আক্তার মীম,নাহিদা আক্তার,মনিরা, মাকসুদা খাতুন মেধা প্রমুখ। পরে কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।