দেশের মুক্তিকামী জনতার সহযোগীতা, ত্যাগ, সম্ভ্রম, প্রাণের রক্তাক্ত সিড়ি বেয়েই আমরা যুদ্ধ করেছি। যুদ্ধে যুদ্ধাহত হয়েছি, স্বজনহারা হয়েছি, অনেকে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে। দির্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ২৪ বছরের গোলামীর শৃংখল থেকে দেশকে মুক্ত করেছি। আমাদের অর্জিত একটি স্বাধীন দেশ, একটি জাতীয় পতাকা, একটি জাতীয় সঙ্গীত আপনাদের উপহার দিয়েছি, এটার রক্ষনাবেক্ষণের দায়ি আপনাদের, আগামী প্রজন্মের। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘নিউভিশন এলাহাবাদ’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদাণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ওই বক্তব্য তুলে ধরেন। নিউভিশন এলাহাবাদ’র সভাপতি অবঃ সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ’র সঞ্চালনায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক মুস্তাকুর রহমান ফুলমিয়া ভ‚ঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সেলিম খান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। আলোচনা শেষে অতিথি ও আয়োজকরা এলাহাবাদ ইউনিয়নের ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ওই সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।