নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুর সবুর(৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আটক আব্দুর সবুর চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আফজলনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন,বরিবার(৬আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।