নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শিক্ষা বোর্ডের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের নেতৃত্বে বোর্ড অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,ও বাদ জোহর শিক্ষাবোর্ড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোহাম্মদ আসাদুজ্জামান,কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পটোয়ারী,বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো.আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হি:ও নি) মোহাম্মদ ছানাউল্যাহ,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম,উপ- কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী,উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের উপসচিব(প্রশাসন) এ কে এম সাহাবউদ্দিন,উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক,উপসচিব(একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া,কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন,সহকারী পোগ্রামার ও (একান্ত সচিব) সুমন রায়সহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী।