আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।হোমনা উপজেলার স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফুটবল বালক হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় একাদশ ২-১ গোলে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ফুটবল (বালিকা) দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা বেগমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,ওসি জয়নাল আবেদীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম,প্রধান শিক্ষক লুৎফুর রহমান, আমেনা বেগম ও নজরুল ইসলাম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ২৮ টি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।