1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেবীদ্বারে ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতা দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩ খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভ বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক

এবার বিসিবি নিয়ে মুখ খুললেন মাশরাফি, ক্রীড়াঙ্গণে তােলপাড়! (ভিডিওসহ)

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪২১ বার দেখা হয়েছে

বিসিবির নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বেসরকারি টেলিভিশন চ্যানেলে একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সম্পর্কে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিগত ২০ বছরে তার একটা ফিটনেস টেস্ট ফেল ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলে, তখন তার খুব অবাক লাগে।

আজ মঙ্গলবার ৭১ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে মাশরাফির সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচার হয়। সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমারতো ফিটনেস কোনোদিন ফেলই নাই। অনেককেই বলতে শুনেছি মাশরাফি হয়তোবা ফিট নাও থাকতে পারে। বাইরের একজন দর্শক নাও জানতে পারেন, কিন্তু বিসিবির দায়িত্বে থেকে যারা এমন কথা বলে তখন খুবই অবাক লাগে।’ এ সময়, তারা (বিসিবির দায়িত্বপ্রাপ্তরা) আসলেই কোনো তথ্য রাখে বা ঠিকমতো অফিস করে কিনা প্রশ্ন রাখেন মাশরাফি।

ফিটনেসের ব্যাপারে দেশ সেরা ক্রিকেট অধিনায়ক বলেন, ‘বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল ছিলো না।’ বিসিবির কাছ থেকে কিছুটা সত্যি কথা আশা করেছিলেন বলেও জানান মাশরাফি। তিনি বলেন, ‘পুরোটা না হোক কিছুটা সত্য বললে তাও হতো। তাদের কাছ থেকে কিছুটা সত্যতো আশা করতেই পারি আমি।’

ক্যারিয়ারের শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘বাংলাদেশে যদি কোনো কিছু নিয়ে আপনাকে অ্যাটাক করা হয়, তাহলে যেটাকে আপনি ছাড় দিচ্ছেন সেটাই আপনার জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো আমার বিগত ২০ বছরে যত ইনজুরি আসুক আমার একটাও ফিটনেস ফেল নাই।’

মাশরাফির বাদ পড়া নিয়ে হেড কোচ’র সঙ্গে কথা হয়েছে কিনা; এ বিষয়ে তিনি জানান, রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। তবে পাকিস্তান সিরিজের আগে কথা হয়েছিল। তখন মাশরাফিকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘সে সময় আকরাম ভাইরা ওই রুমে ছিলেন।’

ডোমিঙ্গো-আকরামরা মাশরাফির কাছে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তখন মাশরাফি তাদের বলেছিলেন, ‘আমি বিশ্বকাপে যে পারফর্ম করেছি আমি আশা করি না। আমি যাবো। তখন আমাকে জিজ্ঞেস করা হয়, “তোমার প্ল্যান কী আমি জানি না। তবে তুমি বাদ দিলেও আমাকে একটু আগে জানিও। নিলেও একটু আগে জানিও।” তো দুটোর জন্যই আমার মেনটাল একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তারপর আর কথা হয়নি।’

বিসিবিকে নিয়ে মাশরাফি এমন একটা সময় মুখ খুললেন, যখন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে। কেননা, সাকিব নিজেও বিসিবির কিছু বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন। বিসিবিকে দেওয়া চিঠির ব্যাপারেও তিনি কথা বলেন। জানান, চিঠির কোথাও তিনি উল্লেখই করেননি যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে চান না। এমনকি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে পারবেন বলেও তিনি দাবি করেন। এদিকে গত রোববার আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আগেরদিন যা বলেছিলেন, তা নিয়ে কোনো অনুতাপ তার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাদেবীদ্বারে ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতাদেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীরদেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমানডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতারইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভবেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিতকুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক