আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা অফিসার্স ক্লাবের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গাছের চারা রোপন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, থানার অফিসার ইনচার্জ(ওসি) জয়নাল আবেদীন,আবাসিক মেডিকেল অফিসার ডা.শহীদুল্লাহ,পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম,ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ও হুমায়ুন কবির,প্রধান শিক্ষক আমেনা বেগম,বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।