আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো.জয়নাল আবেদীন,ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
পরে সেলাই মেশিন ও অনুদান বিতরণ করা হয়।