আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইসমাইল স্যার ফুটবল একাডেমির আয়োজনে শনিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ভাষানিয়া ইউনিয়নের বন্ধুমহল ফুটবল একাডেমি একাদশ ও ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর একাদশ অংশ গ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি জয়নাল আবেদীন , উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি,সাদেক সরকার ও তাইজুল ইসলাম মোল্লা,পৌর আওয়ামী লীগ সভাপতি শাহনূর আহমেদ সুমন,আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলা ধারাবর্ননায় ছিলেন কবি দেলোয়ার ও প্রধান রেফারি ছিলেন সফিকুল ইসলাম মুন্না । জানা গেছে, টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে।