কুমিল্লায় বর্ণাঢ্য র্যালী,উন্নয়ন মেলার উদ্বোধন, আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১2উন্নয়ন মেলার উদ্বোধন করেন-মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান,কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।