আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির হোমনা উপজেলা শাখার আয়োজনে রবিবার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মো.আমির হোসেন ভূইয়া। হোমনা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব সৈয়দ মো. ইফতেকার আহসান। হোমনা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো.মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক সরকার মুকুল মাহমুদ ,জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন দুলাল,গোলাম মোস্তফা, হাজী আবদুস সাত্তার, মো. এনামুল হক ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আলামিন শিকদার শাওন প্রমুখ।