এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
কুমিল্লার তিতাসে আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও পথসভা করেছে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কুমিল্লা-১(তিতাস-দাউদকান্দি) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর’র পক্ষে গতকাল মঙ্গলবার(৩ অক্টোবর) উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর, গাজিপুর,বাতাকান্দি ও উলুকান্দি এলাকায় সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরণ করে মানুষকে নৌকায় ভোট দিতে উদ্ধুদ্ধ করেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বলরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজি,উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক তফাজ্জল হোসেন ভূইয়া,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর,দাউদকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, জেলা পরিষদ সদস্য (তিতাস)দেলোয়ার হোসেন পলাশ,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার,উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ চেয়ারম্যান, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো:বাবুল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মুকবল মাহমুদ প্রধান,নাজমুল হাসান কিরন,মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও মতিন মিয়া প্রমূখ। সভায় কুমিলা উত্তর জেলাসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কয়েক সহস্রাধিক নারী-পুরুষ।