কুমিল্লার হোমনায় পানিতে ডুবে ১৫ মাসের কন্যা শিশু মানহা আক্তারের মৃত্যু হয়েছে। সে জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের হাফেজ ওয়াসকুরনীর মেয়ে পারিবারিক সুত্রে জানা গেছে,নিহত মানহা গতকাল শুক্রবার দুপুরে ঘরের মধ্যে খেলা করছিলেন। হঠাৎ খেলার ফাঁকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে নিজের অজান্তে পানির গর্তে পড়ে যায়। পরে স্বজনরা কোথাও খুঁজে না পেয়ে বাড়ির আঙ্গিনায় গর্তের মধ্যে ভাসতে দেখে উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হোমনা থানার ওসি জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।