কুমিল্লা জেলার দাউদকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবসে সচেতনতামূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও এএইচআরডিটি’র যৌথ উদ্যোগে ৯ অক্টোবর সোমবার সকালে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন (শহীদনগর)পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।’জীবনের জন্য,পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন’,প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সঞ্চালক ছিলেন, এএইচআরডি’র সমন্বয়ক আবুল হাসান আজমীর। স্বাগত বক্তব্য রাখেন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসলাম মিয়াজী। এসময় অতিথি হিসেবে তামাক-মাদক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয় মানের একাধিক স্বর্ণপদকসহ অসংখ্য সম্মাননা স্মারক প্রাপ্ত কবি,কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান, সাংবাদিক আনিসুর রহমান খান সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো: জয়নাল আবেদীন,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাজেদা আক্তার, এএইচআরডি’র প্রোগ্রাম হেড ঝর্ণা আক্তার,পরিচালক অর্থ ও সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী প্রমুখ। বক্তাগণ তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারা এই বিষয়ে সাংবাদিকদের কলমকে শানিত করার পাশাপাশি তামাক ও মাদক নির্মূলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।