আনিসুর রহমান খান
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে৷ এতে নির্মান ব্যয় ধরা হয়েছে ৮২ লক্ষ ১২ হাজার ৫ টাকা৷
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নে প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়লের আয়োজনে নবনির্মিত ভবনটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া এমপি। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসান, দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন খন্দকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুল হাসান ভূঁইয়া,গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম ও শিক্ষক শাহীন প্রমূখ৷