কুমিল্লায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত“শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যে বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।নানা আয়োজনে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত এ সময় র্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান,কামরান হোসেন,নাজমুল আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, এডভোকেট জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীসহ আরও অনেকে। পরে জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কাটা,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।নানা আয়োজনে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত
আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।