কুমিল্লার হোমনায় ডোবার পানিতে ডুবে মিনহাজ নামে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১১ টার দিকে নিহত মিনহাজ খেলা করার সময় বাড়ির পাশে ডোবা পানিতে পরে ডুবে যায়। স্বজনরা আশেপাশে খোজাখুজি করে কোথাও খোঁজে না পেয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা মেডিকেল অফিসার ডা. রাহিদূজ্জামান সূর্য বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।