কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ অক্টোবর ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের সদস্য জেবুন নেছা জেবু প্রমুখ।