দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়কের দেবীদ্বারে ভোর সকালে দূরপাল্লার বাস চলাচল না দেখা গেলেও জেলার ব্রাহ্মণবাড়িয়ার কুটি থেকে কুমিল্লা গামী নিউ সুগন্ধা,নিউ জনতা,ফারজানা ট্রান্সপোর্ট,ও সিএনজিসহ স্বাভাবিক ভাবে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে-সাথে যানবাহনে যাত্রীদের চলাচলও বাড়তে থাকে। জনমনে কিছুটা আতন্ক থাকলেও জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে চলেন মানুষ। কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়কের দেবীদ্বারে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে দেখা যায় যানবাহণ চলছে অন্যান্য দিনের মতই স্বাভাবিক। এদিকে সরকার বিরোধীদের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে সকাল থেকে রিপোর্ট লিখা পর্যন্ত বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যানচলাচল স্বাভাবিক রাখতে মাঠে সর্তক অবস্থায় ছিলো পুলিশ। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা,সহকারি কমিশনার (ভূমি) মো.রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর তার ফোর্সসহ মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। এ দিকে উপজেলা বিএনপি জানান- সোমবার রাত থেকে প্রথম দিনের অবরোধ চলাকালে দেবীদ্বারে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি সূত্রে জানা যায়- ৭ জন বিএনপির নামধারী ও অজ্ঞাতনামা ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় নাশকতা ও পরিকল্পনার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো.রেজওয়ানুল ইসলাম। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর।