আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার বর্ণাঢ্য র্যালী,সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার,ওসি জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,সমবায় অফিসার সাজ্জাদ হোসেন খান ও বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক প্রমূখ। পরে সেলিমা আহমাদ এমপির নিজস্ব অর্থায়নে ২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।