1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় নানা আয়োজনে ৫২তম সমবায় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে
  •  কুমিল্লা প্রতিনিধি

” সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং আলোচনা সভার মাধ্যমে কুমিল্লায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বীরচন্দ্র নগর মিলনায়তনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল,কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ সিকদার তপু, সমবায় ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোরাই,অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন সহ সমবায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৬টি সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০