আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আনন্দ মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে ২ হেভিওয়েট প্রার্থী ও আওয়ামীলীগ,জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি,বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি),ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি),বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে) ১১ জন পার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ম. মুশফিকুর রহমানের কাছে ৪ জনের মনোনয়নপত্র এবং দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিগার সুলতার নিকট ৭ জনের মনোনয়নপত্রসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে ২ জন হেভিওয়েট প্রার্থী হলেন,আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার। অপরদিকে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে এবং কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী তার স্ত্রী সাদিয়া সাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও মনোনয়ন ফরম জমাদানকারী অন্যান্য প্রার্থীরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল,জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর, তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) মোঃ মাহবুবুল আলম,বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো.ইকরাম হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন, ইসলামী ঐক্য জোট(আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদীসহ ১১ জন প্রার্থী।