দেবীদ্বার পৌর চাপানগর হাজারী বাড়ির ডাক্তার বিল্লাল হাজারীর পিতা মনু মিয়া হাজারীর জানাযা নামাজ প্রায় এক হাজার মানুষের উপস্থিততে বাদ আসর চাপানগর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ৮ টায় তার নিজ হাজারী বাড়িতে তিনি ইন্তেকাল করেন, ইন্নলিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৫ বছর। পারিবারিক সৃত্রে জানা যায়, বাধর্ক্যজনিত কারনে তিনি মারা যান। তার স্ত্রী, দুই সন্তান, দুই কন্যা ও নাতি- নাতনী রেখে যান।