দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
আচরণবিধি লংঘনের দায়ে কুমিল্লার-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকাল নৌকা প্রতীকের এক সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট চাঁনমিয়া মার্কেটের সামনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষে নির্বাচনী প্রচারণায় বৈদ্যুতিক খুটির সাথে ব্যানার লাগানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৭(১) মতে ওই জরিমানা আদায় করেন। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়–য়া।
তবে এ বিষয়ে জানতে চাইলে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ জন ম্যাজিষ্ট্রেট দেবীদ্বার এলাকায় দায়িত্ব পালন করছেন। নৌকার সমর্থককে জরিমানার বিষয়ে এখনো কোন তথ্য আমার কাছে আসেনি।