কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কুমিল্লা জেলা জজ কোর্টের এডভোকেট শাহজালাল মিঞা শিপনকে সভাপতি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকারকে বিদ্যোৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা বা দাতা সদস্য ১জন, শিক্ষক প্রতিনিধি ১জন এবং অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে। তাঁদের মধ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। মঙ্গলবার (১৬ জানুয়ারী) ওই কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা। সন্ধ্যায় মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।