কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে অধ্যক্ষ আবদুল মজিদ এমপি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে এ শুভেচ্ছা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
সহকারী কমিশনার ভূমি ইউছুফ হাসানের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।