কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আবরার ফাহাদ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের মো আল আমিনের ছেলে।
থানা ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায় নি। এ বষয়ে তার মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন বুধবার সকালে লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।