কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশ।
উপজেলার কৃষ্ণপুর গ্রামে সোমবার বিকেলে মৃত. লুতু মিয়া ছেলে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা