কুমিল্লার হোমনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,হোমনা থানা,হোমনা পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এতে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, ওসি জয়নাল আবেদীন,জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, আবুল কাশেম প্রধান ও খন্দকার হুমায়ুন কবির,ইপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা ও উপজেলা আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।