কুমিল্লা দেবীদ্বারে স্কুল ছাত্র-ছাত্রীদের কারাতে দল গঠন ও আত্নরক্ষা মূলক কর্মশালা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার প্রধান অতিথির উপস্থিতিতে ও অক্সফোর্ড স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মানছুরুল হকের সভাপতিত্বে ওই কর্মশালা উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় ক্রিড়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম মৈশান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ’র নির্বাহী সদস্য অধ্যাপক মতিউর রহমান, নির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী মোল্লা, অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার,দেবীদ্বার উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক (ভিপি) ময়নাল হোসেন, জাতীয় কারাতে খেলোয়াড় মো. আতিকুর রহমান। উদ্বোধনকালে বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সদস্য মো. সোহেল আজমের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন, এ সময় বক্তারা বলেন- নিজেকে আত্মরক্ষার জন্য আত্নরক্ষা মূলক কর্মশালার বিকল্প নাই। ছাত্র- ছাত্রীদের লেখা- পড়ার পাশা-পাশি কারাতে দল গঠন করে,আত্নরক্ষা মূলক কর্মশালায় প্রশিক্ষণ দিয়ে নিজেকে আত্নরক্ষা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই সপ্তাহে ৩ দিন বিদ্যালয় ছুটির পরে ছাত্র ছাত্রীদের জন্য আত্নরক্ষা মূলক কর্মশালায় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।