কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে আনতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। ২৫শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম (৮) এবং আজিজ মিয়ার ভাতিজা ফয়সাল (৭)।
স্থানীয়রা জানান, পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, মাদ্রাসা বন্ধ থাকায় দুই শিশু বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে ওই দুই শিশু পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।