মাল্টিমিডিয়া ক্লাস ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষার গুনগত মান্নোয়নের লক্ষ্যে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের মাঝেন ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৫ টায় পর্যন্ত শিক্ষকদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় দেশ সেরা জাতীয় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার কে অক্সফোর্ড স্কুল পরিবার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার ও অভিনন্দন এর মধ্যে দিয়ে স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি ডা. মানছুরুল হক এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. মাইনুউদ্দিন। ইন হাউস প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নূরপুর মনছুর আলী এন্ড আবদুল বারী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ এর নির্বাহী সদস্য অধ্যাপক মতিউর রহমান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আলী মোল্লা, মো. ফখরুল ইসলাম মোশারফ ও মো. আল আমিন। প্রশিক্ষণে স্কুলের শিক্ষকদের মাঝে নতুন ক্যারিকুলামের মূল্যায় পদ্ধতি ও বিষয় ভিত্তিক পাঠদান পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।