কুমিল্লার দেবীদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান শেমপু (৪০) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ জুন) বিকেল ৫টায় দেবীদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের পশ্চিমপাড়া শব্দরআলী ব্যপারী বাড়ির সামনের একটি ওয়ার্কশপে।
নিহত শাহজাহান শেমপু পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের পশ্চিমপাড়া শব্দরআলী ব্যপারী বাড়ির আব্দুল খালেকের পুত্র।
স্থানীয় ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, ঘটনার সময় শাহজাহান শেমপু ঝালাই মেসিনের সাহায্যে জানালার গ্রীলের কাজ করছিলেন। এসময় ঝালাই মেসিনের তারে লিকেজ’র সাথে বৈদ্যুতিক শক খান। পরে স্থানীয়রা তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিন মিয়া জানান, বৈদ্যুতিক শকে কেউ মারা গেছে, এবিষয়ে লিখিত বা মৌখিক কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।