কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের মোনাজাতে দেশের উন্নতি শান্তি সমৃদ্ধি কামনাসহ ফিলিস্তিনি মুসলমানদের উন্নত জীবন ব্যবস্হাসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
আজ ১৭ জুন সোমবার মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব ঈদের নামাজের ইমামতি করেন নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগার খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম কাদেরী।
কুমিল্লার প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমানসহ সমাজের সর্বস্তরের হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন।
সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে যায়। জেলার সকল শ্রেণিপেশার মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের সমৃদ্ধি ও সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
এরপর মোনাজাত শেষ হলে একে অপরের সাথে বুকে বুক মিলিয়ে কোলাকুলির মাধ্যমে কৌশল বিনিময় করেন আগত সকল ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে ফিলিস্তিনি অবরোদ্ধ সকল নিরিহ মুসলিমদের জন্য দোয়াসহ সারা পৃথিবীর নির্যাতিত মানুষের জন্য দোয়া কামনা করা হয়।