সোমবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও গনসংবর্ধনা
ওই গন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ গনসংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বারের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর লিপি, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।