কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র জনতার উপর গণহত্যা চালিছে,তাদেরকে বিচারের আওতায় এনে শান্তির দাবী জানিয়েছে দেবীদ্বার উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ই আগষ্ট)সকাল ১১ টায় দেবীদ্বার নিউমার্কেট চত্বর থেকে শুরু হয় এ অবস্থান কর্মসূচি। পরে কর্মসূচি থেকে মিছিল নিয়ে কুমিল্লা সিলেট আন্ঝলিক মহাসড়কেড় প্রধান- প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করেন। এ সময় দেবীদ্বার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে শ্লোগানে মুখরিত করে তুলেন পুরো নিউমার্কেট চত্বর।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রবিউল আউয়াল সাইফুলের পরিচালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন,সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম, যুবদল নেতা এডভোকেট আনিছুজ্জামান, ছাত্রূদল নেতা মো. বিল্লাল হোসেন, সালাউদ্দিন রুহুল ও মোঃ জাকির হোসেন প্রমুখ।