আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্র জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বলন করে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন।
কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ অপূর্ব, সহ-সাধারণ সম্পাদক জাবেদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক অনির্বান দেব ও সাংস্কৃতিক সম্পাদক প্রথমা সহ ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ বলেন, ১৯৭১সালের ১৪ই ডিসেম্বর আজকের এইদিনে জাতির সূর্যসন্তানদের দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতির এই সূর্যসন্তানদের সচিত্র জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করেছি।
জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সাম্যের সমাজ গড়তে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে যাবে। স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।