কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দুপুর মানব কল্যান সংগঠনের আয়োজনে গ্রামের অন্ধকার রাস্তা আলোতিক করার লক্ষে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা শুক্রবার বিকালে চান্দুপর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আবদুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দুপুর মানব কল্যান সংগঠনের সভাপতি মোঃ মুজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার মোঃ আবু তাহের ভুইয়া, মোসলেম উদ্দিন ভুইয়া, ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বদিউল আলম সরকার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জামাল হোসেন, মোঃ বাবুল মাষ্টার। চান্দুপুর মানব কল্যান সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান সুমন, সদস্য মোঃ মাসুদুল ইসলামের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সদস্য মোঃ মাহফুজ আলম, মোঃ কামরুল হাসান, খাইরুল অমিন ও মেহেদী হাসান প্রমূখ।
আলোচকরা বলেন, গ্রামোন্নয়নে সরকারিভাবে উপজেলার বিভিন্নস্থানে এ ধরনের কার্যক্রম চালু থাকলেও সংগঠনটির উদ্যেগে সোলার ল্যাম্পপোস্ট এর আলোয় সারারাত গ্রাম আলোকিত থাকলে গ্রামে চুরি,ডাকাতিসহ অনাকাংখিত কোন ঘটনা এড়াতে এটি সহায়ক ভূমিকা রাখবে। এই ল্যাম্পপোষ্ট স্থাপনের জন্য মানব কল্যান সংগঠনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। চান্দুপুর মানব কল্যান সংগঠনের সভাপতি মোঃ মুজাম্মেল হোসেন জানান, আমাদের গ্রামকে উপজেলায় একটি আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরাই হচ্ছে এ সংগঠনের উদ্দেশ্য। তিনি গ্রামের বিত্তবান, প্রবাসী ও তরুনদের সহযোগীতায় এ কাজ বাস্তবায়নের কথা জানান। আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ গ্রামের বেকার যুবকদের সাবলম্বী ও শিক্ষিত সমাজ গঠনে ভবিষ্যতে নানা পরিকল্পনা হাতে নেয়ার কথা জানান তিনি।
উক্ত আলোচনা সভা শেষে চান্দুপর গ্রামের বিভিন্ন অন্ধকার রাস্তা ও কবরস্থানে ১২ টি সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করেন সংগঠনের সদস্যবৃন্দ।