বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির নেতৃত্বে, কুমিল্লার দেবীদ্বারে জেলা ও উপজেলা এবং পৌর ছাত্রদলের উদ্যোগে র্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ জানুয়ারী দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন সোহেল, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ হাজারী ও সদস্য সচিব নাজমুল সরকার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব জসিম উদ্দিন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সাদেক হোসেন ও সদস্য সচিব নাজমুল হাসান সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।